সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের সামনে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন, আব্দুল মুকিত ও অজ্ঞাত পরিচয় একজন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর জরুরি বিভাগের সামনে অবস্থান করছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই পড়ে যান। উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের মধ্যে একজনের নাম আব্দুল মুকিত।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৬)