স্টাফ রিপের্টার : রাজধানীতে ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্যের প্রবেশ ঠেকাতে ডেমরা থানাধীন যাত্রাবাড়ী ব্রিজের মুখে বসান হয়েছে চেকপোস্ট।

রাজধানীতে খাদ্যদ্রব্য ফরমালিনমুক্ত রাখার অভিযানের অংশ হিসেবে রাজধানীর ৮টি প্রবেশমুখে বুধবার সন্ধ্যা থেকে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। এরই অংশ হিসেবে রাত সাড়ে আটটায় শুরু হওয়া যাত্রবাড়ী এলাকায় এ অভিযান চলবে ভোর ৬টা পর্যন্ত।

ফরমালিন বিরোধী অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী মেজিস্ট্রেট মো. মাহবুব জামিল বলেন, ফরমালিনযুক্ত ফলসহ অন্যান্য খাদ্যদ্রব্য যাতে এদিক দিয়ে রাজধানীতে প্রবেশ করতে না পারে আমরা সে দিকে লক্ষ্য রাখছি। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস প্রভৃতি ফলবাহী প্রতিটি ট্রাক থামিয়ে সেগুলো পরীক্ষা করছি। ফরমালিন মেশানোর প্রমাণ পেলে ৫ থেকে ৫০ হাজার টাকা জরিমানাসহ আইন অনুযায়ী সাজা ভোগ করতে হবে।

এ অভিযানে তার সঙ্গে রয়েছেন ওয়ারি জোনের ডিসি মোস্তাক আহমেদ ও বিএসটিআই কর্মকর্তা মো. মহিদুল ইসলাম।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)