বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে আওয়ামী লীগ নেতা হত্যায় জড়িত সন্দেহে সুমন আহমেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে বুধবার রাত ৮টায় তাকে আটক করে যশোর গোয়েন্দা পুলিশ-ডিবি।

সুমন বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পোর্ট থানার নারায়ণপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা ইবাদত হোসেনকে (৫২) বেনাপোল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রকাশ্যে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে মাইক্রোবাসের মধ্যে নির্যাতন করে শার্শার সাতমাইল নামক স্থানে ফেলে রেখে চলে যায়। পুলিশ অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে।

তাকে প্রথমে যশোর, পরে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন পর ২১ এপ্রিল মারা যান তিনি। এবাদত হোসেন বেনাপোল পৌর মেয়র গ্রুপের সমর্থক ছিলেন।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সুমনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে যশোর নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)