নিউজ ডেস্ক : তুরস্কে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশের বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সোমবার তুরস্কের অন্যতম ওষুধ উৎপাদন এবং বিতরণ কোম্পানি কারেল্লাক’র সঙ্গে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারার বাংলাদেশে দূতাবাসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

দূতাবাসের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশি কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস মূলত ক্যান্সার চিকিৎসার (Oncology) ওষুধ তৈরিতে প্রসিদ্ধ।

আঙ্কারার বাংলাদেশ দূতাবাস জানায়, চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে বিকনের তৈরি ক্যান্সার প্রতিরোধক, বায়োটেক ওষুধ আমদানি করে তুরস্কে বিতরণ এবং বাজারজাত করবে কারেল্লাক।

আশা করা হচ্ছে, তুর্কি এবং বাংলাদেশি কোম্পানির মধ্যকার চুক্তির সফল বাস্তবায়নে তুরস্কে বাংলাদেশের ওষুধ রপ্তানি বৃদ্ধি পাবে।

দূতাবাসের চেষ্টার অংশ হিসেবে ২০১৪ সাল থেকে বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানির বিভিন্ন ওষুধ তুরস্কের আরেক কোম্পানী ককল্লাক আমদানি করছে।

(ওএস/এএস/অক্টোব ০৪, ২০১৬)