যশোর প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে আমাদানি নিষিদ্ধ ভারতীয় ৩ হাজার ৫৬০ বোতল ফেনসিডিল ও সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সীমান্তের ঘোঁনার মাঠ ও বন্দর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে সীমান্ত পথে ফেনসিডিল ও সিটি গোল্ডের বড় দু্’টি চালান দেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সকাল ৬টার দিকে ঘোঁনার মাঠ এলাকা থেকে ৩ হাজার ৫৬০ বোতল ফেনসিডিল ও বেনাপোল বন্দর এলাকা থেকে সিটি গোল্ডের গহনার বড় একটি চালান উদ্ধার করা হয়। তবে দু’টি অভিযানের ক্ষেত্রেই বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যায়।

২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুন ১২, ২০১৪)