চট্টগ্রামে প্রতিনিধি : চট্টগ্রামে ১৬টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় আজিজুল মুনির মাহফুজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা যাত্রী মাহফুজের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ০৪৬ নং ফ্লাইট বিমানবন্দরে পৌঁছালে যাত্রী মাহফুজের জুতার ভেতর থেকে ১ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এসব সোনার বারের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

আটক মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে।

(এইচআর/এপ্রিল ০৯, ২০১৪)