নরসিংদী প্রতিনিধি : অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর অভিযোগে নরসিংদীর শিবপুর থেকে কামাল সরকার নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার ধনাইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় বুধবার বিকেলে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। ওই ট্রলারের যাত্রী শিবপুরের জয়নগর গ্রামের নাঈমের বাবা আসাদ মিয়ার অভিযোগের ভিত্তিতে কামালকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।

এলাকাবাসী জানায়, আটককৃত কামাল সরকার ইতোপূর্বে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বেশ কয়েকজনকে পাচার করেছে। এদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে বঙ্গোপসাগরে বাংলাদেশ-মীয়ানমার সীমান্ত থেকে কোস্টগার্ড তিন শতাধিক মালয়েশিয়াগামী যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করে। এ সময় ট্রলার থেকে গুলিবিদ্ধ ২০ জন ও ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)