চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে ‘বৃষ্টি’ নামে ক্লিংকারবাহী একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটির ১৩ জন নাবিকের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানান, ‘পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে জাহাজটি ডুবে যায়। এর সকল নাবিক নিরাপদে রয়েছেন। কী কারণে জাহাজ ডুবি হয়েছে বিস্তারিত এখনো জানা যায়নি।’
বন্দর সূত্র জানায়, ‘বৃষ্টি’ নামের ওই জাহাজটি মেরিন সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ১২০০ টন ক্লিংকার বোঝাই ছিলো।

(ওএস/জেএ/জুন ১২, ২০১৪)