গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার গভীর রাতে একই এলাকার  দুই বাড়িতে দুর্বৃৃত্তরা প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে ৩ জনকে আহত করে প্রায় দেড় লক্ষাধিক নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত ৩ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজস (শহরগছি) গ্রামে রাত দেড়টার দিকে বদিউজ্জামান ড্রাইভারের বাড়ির দেয়াল টপকে এক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এসময় এক ঘরে থাকা বদিউজ্জামানের মেয়ে জাহিদা আকতার রেবা (১৫) ও রিফাত(৯) টের পেয়ে চিৎকার দিলে ওই দুর্বৃত্ত ধারালো অস্ত্রের আঘাতে তাদেরকে গুরুতর আহত করে পালিয়ে যায় । এরপর রাত সাড়ে ৩ টার দিকে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী রাজা বিরাট গ্রামে রেজ্জাক মেম্বরের বাড়িতে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় রেজ্জাক মেম্বরেরর ভাগিনী লাবনী (১৫) টের পেয়ে চিৎকার দিলে ওই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দ্বারা তার মাথায় আঘাত করে আহত করে । লাবনি ওই গ্রামের আঃ রহমানের কন্যা। মামার বাড়িতে থেকে সে লেখাপড়া করত। এরপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে নগদ দেড় ১ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে রেজ্জাক মেম্বর জানায়। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান চুরি করতে গিয়ে টের পাওয়ায় এ আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে মামলা নেয়া হবে।

(এসআরডি/এএস/অক্টোবর ০৮, ২০১৬)