বাগেরহাট প্রতিনিধি : দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে নব্য অসুরদের বধ করতে হবে। দুর্গা যেমন অসুর জাতি বধ করেছেন। জননেত্রী শেখ হাসিনা ঠিক তেমনি দেশের নব্য অসুরদের বধ করছেন। স্বাধীনতা যুদ্ধের সময় দেশের সকল ধর্মের মানুষের রক্তে বাংলার মাঠি ভিজে গিয়েছিল। আজ সেই বাংলাদেশে সকল মানুষ ধর্মবর্ন নির্বিশেষে সকল ধর্শীয় উৎসব পালন করছে।

আজ শিকদার বাড়ির দুর্গাপূজা পরিদর্শনে এসে দেখলাম শুধু দুর্গাপূজা নয় এখানে মহাভারত ও রামায়নের ইতিহাস ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা আমাকে মুগ্ধ করছে। শনিবার বিকালে ৬শ ১টি প্রতিমা নিয়ে বাগেরহাটের আলোচিত শিকদার বাড়ির দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশে যখন বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পেট্রোল মেরে নিরিহ মানুষ হত্যা করেছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনর নির্দেশে দেশের সাধারণ মানুষ তা প্রতিহত করেছিল। আজ জামায়াত-শিবিরের জঙ্গিরা সাধারণ মানুষ হত্যা করছে। এসব জঙ্গিরা আসলে মানুষ নয় এরা হচ্ছে অসুর। এদের খুঁজে বের করে বধ করতে হবে।

হাকিমপুর শিকদার বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ দুলাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ্ব এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, লিটন শিকদার প্রমুখ।

(একে/এএস/অক্টোবর ০৮, ২০১৬)