স্টাফ রিপোর্টার : রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় দম্পতিকে জুস খাইয়ে অচেতন করে ৯৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার সকালে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দম্পতিরা হলেন- বিল্লাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩৫)। তারা থাকেন মেরুল বাড্ডার ম/৬৩-১, নং বাসায়।

এই দম্পতির মেয়ে যাত্রাবাড়ীর ধলপুরের বিথী আক্তার জানান, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে তিনি তার বাবা-মাকে উদ্ধার করেন।

তিনি বলেন, ‘তার মা-বাবার বাসার এক রুমে চারজন ছেলে ভাড়া থাকতো। মা তাদের রান্না করে খাওয়াতেন। বুধবার রাতে তারা ঘরে খেতে এসে মাকে একটি ফ্রুটিকা জুস দেন। খাওয়া শেষ হলে তারা তাদের রুমে চলে যায়।

তিনি বলেন, ‘সকালে রুমে গিয়ে দেখা যায়, মা-বাবার রুমের টিনের চালা কাটা আছে। এমনকি ওই ছেলেদের রুমে তালা ঝুলানো আছে।’

তিনি ধারণা করেছেন এ কাজ ওই ছেলেরাই করতে পারে।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)