স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল অংশের মধ্যে এখন থেকে আর কোনো বিরতি না রেখে সৃজনশীল অংশে প্রশ্ন বাছাইয়ের সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এখন একশ’ নম্বরের সৃজনশীল অংশে ১১টির মধ্যে ৭টি এবং ৭৫ নম্বরের পরীক্ষায় ৮টির মধ্যে ৫টির উত্তর দিতে হবে। আগে যথাক্রমে ৯টির মধ্যে ৬টি ও ৬টির মধ্যে ৪টির উত্তর করতে হতো।

এছাড়া এমসিকিউ’র ওএমআর শিট ও সৃজনশীলের অলিখিত উত্তরপত্র পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে বিতরণ করারও সিদ্ধান্ত হয়েছে।

রবিবার সকালে সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এএস মাহমুদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০১৬)