নড়াইল প্রতিনিধি : আজ ১০ অক্টোবর সোমবার বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী।

নড়াইলে পালিত হল বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের এদিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর মাজারে পুস্প মাল্য অর্পণ, মাজার জিয়ারত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ ।

সকাল ৮ টায় শিল্পীর মাজারে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পণ করা হয়।

পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ হেলাল মাহমুদ শরীফ, এস, এম, সুলতান বেঙ্গল আট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীলসহ অনেকে। নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এর আয়োজন করে।

(টিএআর/এএস/অক্টোবর ১০, ২০১৬)