ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড়ের কারণে ভোলা ইলিশা ফেরিঘাটের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পল্টুন বিচ্ছিন্ন হওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচলা বন্ধ রয়েছে।

সড়ক দিয়ে পল্টুন হয়ে ফেরিতে কোনো যানবাহন উঠা-নামা করতে না পারায় বুধবার দুপুর থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কৃর্তপক্ষ।

ফেরিঘাটের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, বুধবার দুপুর ২টার দিকে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে ফেরিঘাটের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে পল্টুন বিচ্ছিন্ন হয়ে সরে যায়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিআইডব্লিউটিএ অগ্রগতি নামের একটি জাহাজ নিয়ে কর্মকর্তারা ফেরি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

(ওএস/এইচআর/জুন ১২, ২০১৪)