নিউজ ডেস্ক : সুখী দম্পতি কাকে বলে! হেসে খেলে, ঝগড়া না করে সংসার করে গেলেই তাদের সুখী দম্পতি বলে! মিলিয়ে দেখুনতো সুখী দম্পতির এই লক্ষ্মণগুলো আপনাদের মধ্যে আছি কি না..

সুখী দম্পতি মানেই কি তাদের সব কিছুতেই মিল রয়েছে, মানে তারা কি একে অপরের পরিপূরক! তা কিন্তু মোটেও নয়। দু’জন মানুষ যখন আলাদা, তখন তাদের ভালো লাগা মন্দ লাগাও আলাদা। তাই একজন আরেকজনের মত কখনোই হতে পারে না।

সুখী দম্পতিদের ভেতরে এমন কিছু বিষয় থাকে যা তারা নিজেরাই তৈরি করে। তারা ছোট ছোট বিষয়ে ভালবাসার আদান প্রদান করেন যাতে তাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে। সুখী দম্পতিরা সব সময় তাদের নিজেদের মধ্যে সময় কাটাতে পছন্দ করে। সুখে-দুঃখে সব সময়।

সুখী দম্পতিরা ঘুমানোর সময় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পছন্দ করে। বিছানা শেয়ার করা মানেই কিন্তু সবসময় শারীরিক সর্ম্পক নয়। সুখী দম্পতিরা শারীরিক সর্ম্পকের চেয়ে কাছাকাছি থাকতে পছন্দ করে। যাকে বলে ছুঁয়ে থাকা।

তারা প্রতিদিনের কাজ নিয়ে নিজেদের মধ্যে কথা বলেন। সারাদিনে কে কি করলো তা নিয়ে কথা বলে। সুখী দম্পতিরা নিজেদের ভাল লাগা, খারাপ লাগা, পছন্দ, অপছন্দ সব বিষয় নিয়ে কথা বলে। তারা সব সময় এক সঙ্গে সময় কাটান- যত ব্যস্ততাই থাকুক না কেন, সুখী দম্পতিরা কখনই একা সময় কাটান না।

আলিঙ্গন হলো সুখী দম্পতিদের সবচেয়ে প্রিয় কাজ। সুখী দম্পতিরা একে অপরকে আলিঙ্গন করতে পছন্দ করে। তাদের যখন ইচ্ছা হয় এক জন আর একজনকে আলিঙ্গন করেন।

সুখী দম্পতিরা যখন এক সঙ্গে থাকেন তখন তারা ফেসবুক, টুইটার, ফোন এগুলো এড়িয়ে চলেন। বাড়ি ফিরে এসে নিজেদের একান্ত সময়ে সুখী দম্পতিরা পারতপক্ষে এইসব বিষয়গুলো এড়িয়ে চলেন। আর যদি একান্তই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাহলে দু’জন একসাথে করেন। এমনকি একে অপরেরটা নিয়েও কথা বলেন।

সুখী দম্পতিরা ভালোবাসার বর্হিপ্রকাশ করতে পছন্দ করে। তাই দিনে অন্তত একবার হলেও তাদের ভালবাসার কথা জানায়। নিজেদের মধ্যে সময় কাটানোর সময় তারা একে অপরকে ভালো লাগা ও ভালোবাসার কথা জানায়। সুখী দম্পতিরা একজন নয় বরং দু’জনের ভাললাগাকে প্রাধান্য দেন। তাই তারা দু’জনের ভালো লাগাকে খুঁজে বের করে করেন। যেমন এক সঙ্গে খেলা দেখা হোক বা টিভি দেখা তারা দু’জনের পছন্দের প্রোগ্রাম দেখে।

হাসি-তামাশা সম্পর্ককে সুন্দর রাখে। তাই সুখী দম্পতিরা প্রতিদিন নিজেদের মধ্যে হাসি তামাশা করেন। তারা নিজেদের মধ্যে সুখকর স্মৃতিচারণা করেন। সুখী দম্পতিরা এক সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করেন। পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে নিজেদের সমস্ত পরিকল্পনা করেন, সিদ্ধান্ত নেন।

মোট কথা সুখী দম্পতি হলো তারাই যাদের মধ্যে কোনো আড়াল থাকে না। তারা একে অপরকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। তারা কান কথা শোনে না। দু’জন দু’জনের খোলা খাতা। তারা সেখানে যে যার মনের ভাব সেখানে প্রকাশ করতে পারে।

(ওএস/এএস/অক্টোবর ১০, ২০১৬)