ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামাজিক কল্যানে নিবেদিত প্রান হিসেবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবুজ বনায়ন করবো,পরবর্তী প্রজন্মকে সুস্থ ভাবে বাঁচার সুযোগ দিব। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুলে জনপ্রতিনিধিরাই অগ্রনী ভুমিকা পালন করবে।

সোমবার ত্রিশাল উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সবুজ ত্রিশাল গড়ার লক্ষে গর্বিত আয়োজক হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিদের সন্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন আরো বলেন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সবুজ ত্রিশাল গড়ে শুধু সামাজিক লাভবানই হয়নি বরং দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধিতে এক ধাপ এগিয়ে গেল।

(এমআরএন/এএস/অক্টোবর ১০, ২০১৬)