ফেনী প্রতিনিধি : ফেনী-মাইজদী মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জায়লস্করে ট্রাকের ধাক্কায় সুজন চাকমা (৩৫)  নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি এনজিও সংস্থা আশা’র নোয়াখালী শাখার কর্মকর্তা।

জানা যায়, নিহত সুজন চাকমা রাঙ্গামাটি জেলার বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তফা বাবুল জানান, সকালে সুজন চাকমাসহ তিনজন মোটরসাইকেলে করে নোয়াখালীতে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে জায়লস্কের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪) সদর দপ্তর সংলগ্ন স্থানে নোয়াখালীগামী মহিষবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটিও উল্টে যায়।

এতে সুজন চাকমা ও দু’টি মহিষ ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অপর দুই আরোহীকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুন ১২, ২০১৪)