স্টাফ রির্পোটার : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করা যাবে ২০ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত।
চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলীসহ বিস্তারিত তথ্য পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ১২, ২০১৪)