সিরাজগঞ্জ প্রতিনিধি : চরাঞ্চলের কৃষকদের সাথে কৃষি বিজ্ঞানীদের দিনব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের কাজিপুরে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গণকল্যাণ সংস্থার লোকাল ইনোভেশন ফর ফুড সিকিউরিটি এন্ড এন্টারপ্রনিয়রশীপ লাইফ প্রকল্প আয়োজিত এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলামের সভাপতিত্বে সভায় আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা জিকেএস এর পরিচালক ইউসুফজী খান, প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

সভার দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলার কৃষিবিজ্ঞানীরা কৃষকের সাথে বিদ্যমান চাষাবাদ পদ্ধতির বহুমুখী করণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র চাষী এবং পরিবারের আয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

(এসএস/জেএ/জুন ১২, ২০১৪)