স্টাফ রিপোর্টার : যে সকল রাজনৈতিক নেতা  জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকার  করে না তাদের সবাইকে রাজনৈতিক বেয়াদব বলে অখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী কাওয়ান বাজারে তেজগাঁও থানা শ্রমিক দল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, অস্থায়ী সরকারের প্রধান হিসাবে জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে মুজিব নগর সরকার গঠিত হয়। যে সকল রাজনৈতিক নেতা এই কথা মানতে রাজি নয় তারা সবাই রাজনৈতিক বেয়াদব।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে। এই মতবিরোধ নিরসনের জন্য রাজনৈতিক যুক্তি দিয়ে সমাধান করতে হবে। শুধু চাপাবাজি করলেই হবে না।

জনপ্রতিনিধিত্ব সরকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। একই সাথে তিনি বলেন, এই সরকারের পতন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আর সেই সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, অন্যথায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না।

আয়োজন সংগঠনের সভাপতি শাহ মো. আনিসুর রহমান হিরার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)