স্টাফ রিপোর্টার : মূল্যস্ফীতিকে কোনভাবেই আকাশ ছুঁতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতিকে আগামি অর্থবছরে ৬ শতাংশে কমানোর চিন্তা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

বৃহস্পতিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিলার্সিটি আয়োজিত “জাতীয় বাজেট ২০১৪-১৫ বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ” শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কথা বলেন।

গভর্নর বলেন, বর্তমান মূল্যস্ফীতি ৭নশতাংশ রয়েছে। মূল্যস্ফীতি কমানো খুব সহজ কাজ না। তবে এটা কমানোর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি করা হবে। এই সময় মুল্যস্ফীতির বিষয়টা ভালোভাবে নজরে রাখা হবে বলেও জানান তিনি।ৎ

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)