নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ফ্রি ওয়াইফাই জোনের অন্তুর্ভুক্ত হলো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

বৃহস্পতিবার থেকে সম্মেলনের শেষ দিন ২৩ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জুনায়েদ আহমেদ পলক ফেসবুকের নিজের পাতায় স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে। রাতে রঙিন আলোর আলোকসজ্জা এবং দিনভর নেতা-কর্মীদের আনাগোনায় মুখরিত থাকছে সোহরাওয়ার্দী উদ্যান।

এ ব্যাপারে জুনায়েদ আহমেদ পলক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামী লীগের কাছে সম্মেলন মানে আর কিছু নয়, এক ধরনের মিলন উৎসব। আওয়ামী লীগ একটি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আগামী প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায়, ডিজিটাল বাংলাদেশ আজ আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। আওয়ামী লীগের সম্মেলন কেন ব্যতিক্রম হবে? আজ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সম্মেলন স্থলে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ীরা সম্মেলন স্থলে এই সুবিধা পাবেন।’

সোহরাওয়ার্দী উদ্যানে ওয়াইফাই ব্যবহারকারীদের পাসওয়ার্ড দুইটি ফেসবুকে দিয়েছেন পলক। পাসওয়ার্ড দুটি হলো-

WiFi Ssid Deltainfocom1
Password: Delta2016
WiFi Ssid Deltainfocom2
Password: Delta2016

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০১৬)