গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হালিম। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনাক আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমানারা বানু, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, রাখাল বুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন লিটন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, ইমাম সমিতির সভাপতি মাওঃ কাজী হোসাইন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ডিগ্রীর সহকারী অধ্যাপক সাইদুর রহমান, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আজিজার রহমান, কাজী জাহিদুল ইসলাম প্রমুখ।

(এসআরডি/এএস/অক্টোবর ১৪, ২০১৬)