স্টাফ রিপোর্টার : দেশের চলমান অবস্থায় স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.আকবর আলী খান। তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থা এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন অগ্নিগর্ভে রূপান্তরিত হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনেক জটিল। আরেকটি নির্বাচনের মাধ্যমে যে সুশাসন প্রতিষ্ঠা হবেই- তা নিশ্চিত নয়। যে দল ক্ষমতায় আসে, সেই দলই প্রভাব খাটায়। তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনলে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আনা সম্ভব।

সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, প্রকৌশলী মিজবাহ আলী, সাবেক উপ-সচিব শাহাদাত আলী, রাজনীতিবিদ হুমায়ুন কবির হিরু প্রমুখ।


(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)