আমি শরৎ বলছি

যাচ্ছি চলে দেখবে না আমায়
বাংলার কোন চোখ !
লুকিয়ে রাখবো বাংলা থেকে
আমার সুন্দর মুখ।

সময় হলে আসবো আবার
এই বাংলার ডাকে,
আসবো আবার কাশফুল হয়ে
নদীর বাঁকে বাঁকে ।

অপেক্ষাতে থেকো আমার
ভুলোনা কখনো মোরে,
পালাক্রমে আসবো আবার
আমি বাংলার তরে।