স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবৈধভাবে যারা ক্ষমতায় এসছিলো, ভোট চুরি করে যারা ক্ষমতায় গিয়েছিলো। তাদের মুখে গণতন্ত্রের ছবক শুনতে হয়। এটা জাতির জন্য দুর্ভাগ্য। বিদেশি কেউ আসলে তাদের কাছে গিয়ে বলে দেশে গণতন্ত্র নাই।’ তিনি বলেন, বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সূচনা বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা যুদ্ধাপরাধীদের মদদদাতা, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলেছে, লুটপাট করেছে, আন্দোলনের নামে মানুষ পুড়িয়েছে। তাদের বিচার বাংলার মাটিতে হবেই। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০১৬)