গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত বাদল মিয়া (৩২) চাঁদপুর জেলার মদনা এলাকার ঈসহাক আলীর ছেলে।
 

জানা গেছে, রবিবার সকালে কয়েদি বাদল মিয়া বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারাগারের অভ্যন্তরে চিকিৎসা সেবা দেয়া হয়। গুরুতর অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় বাদল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেয়।সিনিয়র জেল সুপার মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।






(ওএস/এস/অক্টোবর১৬,২০১৬)