শেরপুর প্রতিনিধি : মাদক, জুয়া বন্ধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী করতে শেরপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর থানা পুলিশের আয়োজনে শহরের পৌর টাউন হল মিলনায়তনে ১২ জুন এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম। অনুষ্ঠানে পুলিশ সুপার শেরপুরকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা দিয়ে উপস্থিত সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। একইসাথে কোন পুলিশ সদস্য অনৈতিক কোন কাজের সাথে জড়িত থাকলে সরাসরি তাকে জানাতে অনুরোধ করেন।

এদিকে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে জুয়া-বাজি বন্ধে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক বিলবোার্ড শহরবাসীকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য নাগরিকদের পক্ষ থেকেও পুলিশকে অভিনন্দন জানানো হয়েছে। অনুষ্ঠানে জেলা পুলিশ ও সদর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, চেম্বার সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা কমিউনিটি পুলিশ সভাপতি লুৎফর রহমান মোহন, ইউপি চেয়ারম্যান ফোরাম সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে সদর উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
(এইচবি/এএস/জুন ১২, ২০১৪)