মাদারীপুর প্রতিনিধি :আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে রবিবার সকালে মাদারীপুরে ‘ কিশোর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার আমাদের অঙ্গিকার’ শিরোনামে আলোচনা সভা, ৫ নারীকে সম্মাননা প্রদান, র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন মাদারীপুর জেলা কমিটির আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা এর নিজস্ব অফিসে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য ৫ নারীকে সম্মননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, আনোয়ারা রাজ্জাক, ডেইজি বেগম, পারুল আক্তার ও রাশিদা বেগম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুরের নির্বাহী পরিচালক হোমায়রা লতিফ পান্না।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী ফরিদা ইয়াসমিন লাকী, সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওসার প্রমুখ।



(এএসএ/এস/অক্টোবর১৬,২০১৬)