হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে নারিশ পোল্ট্রি ফিড কোম্পানীর ১৫৫ বস্তা বয়লার মুরগীর খাবার উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। সরেজমিনে জানা যায়, ১৬ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনার পাড় নামক স্থান হতে মৃত হরমুজ আলীর পুত্র এরশাদ আলী (৩০) এর পরিত্যক্ত অবস্থায় থাকা রাইস মিলের গুদাম ঘরে ১৫৫ বস্তা নারিশ পোল্ট্রি ফিড কোম্পানীর বয়লার মুরগীর খাবার উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড, শ্রীপুর, গাজীপুর কোম্পানীর লগো রয়েছে।

স্থানীয়দের ও পুলিশের প্রাথমিক ধারণা ডাকাতি কিংবা ছিনতাইয়ের পর আত্মসাৎ করার উদ্দেশে পরিত্যক্ত রাইস মিলে এসব মালামাল মজুদ করে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাইস মিল মালিক এরশাদ আলী ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিয়ে এরশাদ আলী ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও জব্দকৃত মালের কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা- এ প্রতিবেদককে জানায়, জব্দকৃত মালামালের সিজার লিষ্ট তৈরি করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি জানান।

(জেসিএস/এএস/অক্টোবর ১৭, ২০১৬)