গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৭ অক্টোবর/১৬) কৃষি অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান কর্মসূচীর অধিনে কৃষকের নিকট উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভোলানাথ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, মোঃ সামছুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২৫জন কৃষককে ২০ কেজি করে গম বীজ ও ২০জন কৃষককে এক কেজি সরিষা বীজসহ প্রত্যেক কৃষককে ৩০ কেজি সার প্রদান করা হয়।

(এসআইএম/এএস/অক্টোবর ১৭, ২০১৬)