স্টাফ রিপোর্টার : বিকৃত তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক কাগজ-কলম আয়োজিত ‘তথ্য অধিকার ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ইকবাল সোহবান চৌধুরী বলেন, বিকৃত তথ্য প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। তথ্য জানার ও প্রচার করার অধিকার আছে। কিন্তু বিকৃত তথ্য প্রচার করার অধিকার কারোই নেই।

তথ্য কমিশনের সমালোচনা করে ইকবাল সোবহান বলেন, এই কমিশন তাদের নিষ্ক্রিয়তার কারণে জনগণের কাছে আবেদন তৈরি করতে পারেনি। কমিশন গঠনের মূল লক্ষ্য ছিল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাংবাদিক খন্দকার মোজ্জামেল হক, উৎপল সরকার, কামরুদ্দীন হীরা প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০১৬)