বাগেরহাট প্রতিনিধি : গাজার চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মংলা থানা পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, খুলনার দাকোপ থানার বাজুয়া ইউনিয়নের মুনসুর খাঁর ছেলে আসলাম খাঁ (২২) এবং একই এলাকার অনন্য মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (২২)। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার  মাদক আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে মংলা থানার এটিএসআই (সহকারী টাউন সাব ইন্সপেক্টর) উত্তম চ্যাটার্জি মংলা দিগরাজ বাজার এলাকা থেকে ওই দুই পাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ছয় কেজি গাজা এবং তাদের ব্যবহৃত একটি ১০০ সিসির বাজাজ সিটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তবে এচোরা চালান সিন্ডিকেটের অন্যতম হোতা রনি শেখ পালিয়ে যেতে সক্ষম হয় । গাজার চালানটি কুষ্টিয়া থেকে মংলায় পাচার করার জন্য আনা হচ্ছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পাচারকারীরা । এ ঘটনায় আটককৃতরা ছাড়াও পালিয়ে যাওয়া দাকোপ থানার বাজুয়া ইউনিয়নের মৃত বুলবুল শেখের ছেলে রনি শেখকে আসামী করা হয়েছে। সে অভিযানের সময় পালিয়ে যান বলে জানান মংলা থানার ওসি।

(একে/এএস/জুন ১২, ২০১৪)