অালমগীর কবির

ছড়াত সুবাস সবুজ বনে
ফুলকলির রাজ্যে,
অনেক বড় হত নিশ্চয়
রাসেল সোনা আজ যে?

চোখে বইছে নদীর ধারা
বুকে বাঁধে মা সেল,
আঁধার রাতে হারিয়ে গেল
ছোট্ট সোনা রাসেল!

হানাদারের নাইকো দয়া
কেমনে বলি মা তোকে,
একটি ফুলের জীবন কেড়ে
নিলো পাষাণ ঘাতকে!

তারার মতো জ্বলজ্বলে
বুকের সাদা পাতায়,
ছড়িয়ে আলো রাসেল আছে
ইতিহাসের পাতায়।








(এজি/এস/অক্টোবর ১৮, ২০১৬)