কার যেনো পুড়ছে শরীর


তুমি সংসারে নামলে না, নামলে শরীরে
রওনা দিলে হলুদ মাড়িয়ে তিন সত্যের বিপরীতে।

কেউ সংসারে ফিরে, কেউ শরীরে
আজন্ম কেবলি কি তোমার অন্যের জ্বরে
কাটাবে রাত? কাটাবে দিন?

কেউ সংসারে বৈরাগ্য পোষে, কেউ বৈরাগ্যের ভেতরই
পোষে বহুগামী সাঁতার-

কার যেনো পুড়ছে শরীর, কষ্ট পেতে আবার।









(ওএস/এস/অক্টোবর ১৮, ২০১৬)