সংবাদ বিজ্ঞপ্তি : টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা শেষে আবারও মাঠে গড়াচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। শনিবার থেকে এ লিগের প্রতিদ্বন্দ্বীরা মাঠে নামছেন।

বিশ্বকাপের মহা আয়োজন থেকে প্রথম পর্বেই (সুপার টেন) ছিটকে পড়ে বাংলাদেশ। ফলে দেশি দর্শকদের ক্রিকেট আমোদে ভালোই ভাটা পড়েছে। ওয়ালটন জাতীয় লিগের মাধ্যমে দর্শকের আমোদি চোখ আবারও মাঠে ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপ থেকে ঝরে পড়ার পরে বেশ কয়েক দিন ছুটিতে রয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। শনিবার থেকে তারাও ফিরছেন জাতীয় লিগে।

চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ রাউন্ডের মাচগুলো। বিশ্বকাপের আগে পঞ্চম রাউন্ড পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়।
শনিবারে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল।

এ ছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। আর ফতুল্লার আউটার স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ সিলেট ও রংপুর।

পঞ্চম রাউন্ড পর্যন্ত ৮৭ পয়েন্ট নিয়ে আট দলের প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রাজশাহী। ৬২ পয়েন্ট নিয়ে সিলেট ও ৫৯ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষ চারে অবস্থান করছে।

(এএস/এপ্রিল ০৯, ২০১৪)