স্টাফ রিপোর্টার : শনিবার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকেল সাড়ে তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছয় দিনের চীন সফর শেষে বুধবার ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।

গত ৬ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এবারের এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক এবং দুটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে। সফরকালে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ এবং চীনের পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান জু ঝেংশেংয়ের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে জননায়ক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বেইজিং চাওইয়াং থিয়েটার ও অ্যাক্রোবেটিক ওয়ার্ল্ড পরিদর্শন করেন। শেখ হাসিনা তার সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের দেয়া এক ভোজসভায়ও যোগ দেন। এছাড়া তিনি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য চীনা পরিষদের (সিসিপিআইটি) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামে ভাষণ দেন।

সফর থেকে অর্জনের বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)