স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, চলতি বছরের বিজয় দিবসে যাত্রা শুরু করছে বহুল প্রত্যাশার ডট বাংলা ডোমেইন। ডট বাংলা ডোমেইন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরেক ধাপ ওপরে নিয়ে যাবে প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডট বাংলা ডোমেইন চালুর ঘোষণা তিনি।

তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের জন্য সার্ভার তৈরি আছে। অটোমোশনের কাজ চলছে। মূল্যের খসড়া তৈরি হয়েছে। জনবল তৈরির কাজ চলছে। পরিচালনায় নিয়োজিত বোর্ড অনুমোদনের পর ব্যবহারকারীদের চার্জ জানানো হবে।

তিনি আরও জানান, এর মাধ্যমে বাংলাভাষা শক্তিশালী হবে। বাংলা ভাষায় কনটেন্ট তৈরিকারীদের ব্যবসার সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডট বাংলা ডোমেইন ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে। প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫শ’ টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে ২ বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৬)