স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের সঙ্গে সখ্যতা থাকায় বিএনপিকে গণতন্ত্রের লাইসেন্স দেওয়া সম্ভব না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে জাসদ কর্তৃক আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি নিজেরাই তাদের গণতান্ত্রিক লাইসেন্স হারিয়েছে। জঙ্গিদের সঙ্গে থাকাকালীন তারা কিছুতেই গণতন্ত্রের লাইসেন্স পেতে পারে না। তারা এখন পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ক্ষমতায় থাকাকালীন তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে।

অন্যদিকে বিএনপি জঙ্গি তৈরির কারখানা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, জঙ্গিদের রাজনৈতিক বন্ধুদের ত্যাগ না করা গেলে বর্তমান জঙ্গি পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হবে না। বিএনপি জঙ্গি তৈরির কারখানা। শুধু তাই না বেগম খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী। তারা আগেও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে এখন জঙ্গিদের। এদেরকে আমাদের বর্জন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষীনি, শ্রমিক নেত্রী শিরিন আক্তার এমপি।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০১৬)