কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক (আরএবি) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির উপর আজ মঙ্গলবার বিকেলে  পল্লী বিদ্যুৎ সমিতির দালালরা হামলা চালিয়েছে এ সময় নারী সহ ৫ জন আহত করেছে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, তালতলা গ্রামের মোতালিব,সফিকুল,আয়েশা,ও আক্তার ও ফয়েজউদ্দিন। দালারদের ভয়ে তদন্ত কমিটির লোকজন পালিয়ে গেছে বলে স্থানীয় চেয়ারম্যান জানান।

সূত্র জানান,নতুন বিদ্যুৎ সংযোগে দেয়ার নাম করে এক শ্রেনীর স্থানীয় দালাল চক্র নতুন গ্রাহদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে এ সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় । পরে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোড তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করে।(তদন্ত কমিটির নাম জানা যায়নি) আজ মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির দল ঘটনাস্থল কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের তালতলা আসেন। তদন্ত কমিটি এলাকার লোকজনের সাথে কথা বলার এক পয্যায়ে টাকা আদাইকারী দালাল চক্রের এক সদস্য হিরন মোল্লাহ নেতৃত্বে আরো কয়েকজন দালাল লাঠিসোটা নিয়ে গ্রাহক ও তদন্ত কমিটির উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে নারী সহ ৫জন গুরুতর আহত হয়।

এলাকার নতুন গ্রাহক মোতালিব, সফিকুল ,ওয়াজেদ উদ্দিন,আব্দুল আউয়াল,আয়শা,সুরুজ মিয়া জানান , তদন্ত কমিটি আসার পর আমরা সেখানে যাই এর মধ্যে এলাকার দালাল হিসাবে পরিচিত হিরন মোল্লা সহ আরো কয়েকজন লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে তদন্ত কমিটির লোকজন পালিয়ে চলে যায়। ঘাগটিয়া চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম বলেন, ঘটনটি সত্য আমি চেস্টা করেছি বোঝানোর কিন্তু আমি পারি নাই। হামলাকারীদের বিচার হওয়া দরকার বলে তিনি এ প্রতিনিধিকে বলেন।

এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমমিতির জি এম বলেন, আমি তো অফিসে নেই এ ব্যাপারে কিছুই জানি না। কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, তদন্ত কমিটির কথা আমি শুনেছি ,কিন্ত কারা এসেছে বা তাদের উপর হামলা হয়েছে কিনা তা আমি জানিনা। তদন্তকারী কর্মকতাদের সাথে যোগাযোগ করতে বা কথা বলতে হলে আমাকে হেড অফিসের অনুমতি নিতে হবে বলে জানান। এ বিষয়ে ঢাকার আর ই বিতে মোবাইল কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে মোবাইল রেখে দেন।

(এসকেডি/এএস/অক্টোবর ১৮, ২০১৬)