স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে অস্থিতিশীলতার জন্য ফটকাবাজরাই দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডি-মিউচ্যুয়ালাইজেশন পরবর্তী দেশের দুই স্টক এক্সচেঞ্জের (ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে যারা অস্থিতিশীলতার সৃষ্টি করে তারা মোটেই বিনিয়োগকারী নয়, দে আর ফটকাবাজ।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম, ডিএসই চেয়ারম্যান বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিঞা ও সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদসহ উভয় স্টক এক্সজেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয়সহ প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার সংক্রান্ত কিছু প্রস্তাবের বিষয়ে সুপারিশ করেন দুই স্টক একচেঞ্জর কর্মকর্তারা।

বৈঠকের এক পর্যায়ে বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, ‘পুঁজিবাজারে কিছু ঘটলে বা বাজার অস্থিতিশীল হলে বিএসইসি-কে দায়ী করা হয়। কিন্তু বিএসইসি কিংবা সরকার শেয়ার লেনদেন করে না, পুঁজিবাজারের ক্রাইসিস মেটানোর জন্য আমাদের হতে কোনো ফান্ড থাকে না।’

বিএসইসি চেয়ারম্যানের এ বক্তব্যের জবাবে স্টক একচেঞ্জের প্রতিনিধিদের পক্ষ থেকে এ সময় বলা হয়, বাজার অস্থিতিশীলতার জন্য তাহলে কারা দায়ী? ব্যাংকিং খাতে কিছু হলে এর জন্য যেমন বাংলাদেশ ব্যাংক দায়ী, তেমনি পুঁজিবাজারের অস্থিতিশীলতার জন্য তাহলে বিএসইসি-কে দায়ী করা হবে না কেন?’

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)