মানস গুণ এর কবিতা


তোমার ভিতর সহস্র নদী নাগরিক অস্থিরতা
জানি তার ভিতর পূর্ণিমা খেলাকরে তুমুল,
পাখিদের দ্বিবার্ষিক সম্মেলন জমে উঠে রঙিন
হৈমন্তিক বিকেলের সূর্যটা ঢলে পড়ে নিরাবেগ।

মনেপড়ে তোমার উঠোনে লাল নীল মার্বেল ছড়িয়ে পড়ার দৃশ্য দিক্বিদিক,
তাকানোটাই মনে আছে বাকীটুকু নীলাভ বিস্মৃতি।

মনেপড়ে আকাশভর্তি মেঘের চলচ্চিত্র
হাসি, কান্নাকাটি, নাক, মুখ, চোখ,ছায়াপথ
নাশকতা বিহীন আমাদের মাঝখানে
পরম্পরা আশ্চর্য পৃথিবীর নিগূঢ় প্রণয়পাঠ।

তুমি জেনে নিও গাঢ় দুর্দিনে প্রশ্নাতীত রয়ে যাবে
প্রতিশ্রুত কথামালারা দ্যুতিময়। বৈকালিকরোদ্দুরে উড়ে যাবে বরফপাখিরা
ফেলে দিয়ে সহস্র কিলোমিটার পথ মায়াময়।






(এইচআইকে/এস/অক্টোবর ১৯, ২০১৬)