ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরুফা বেগম (৩০) ও মারুফা বেগম (১০) নামে মা-মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সরুফা বেগম সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রিকশা চালক বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়াস্থ একটি অটোরাইস মিলে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনার পর থেকেই সরুফার স্বামী বাচ্চু মিয়া পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে সরুফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বাচ্চু মিয়া সফুরা ও মারুফাকে নিয়ে সদর উপজেলার মালিহাতা গ্রামে বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার সকালে সরুফা অটোরাইস মিলে কাজে না যাওয়ায় মিলের লোকজন তার খোঁজ নিতে বাড়িতে এসে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান।

এ সময় তাদের সন্দেহ হলে বিষয়টি তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) ফারুক মিয়াকে জানায়। পরে তিনি সদর মডেল থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সরুফা ও তার মেয়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করেন। তাদের দুজনের গলাতেই ওড়না পেঁচানো ছিল।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। তবে ঘটনার পর থেকে সরুফার স্বামী বাচ্চু মিয়া পলাতক রয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০১৬)