হারাতে-হারাতে সব হারালাম-১


হারাতে হারাতে সব হারালাম
থাকলো শেষে কি ?
এই বাঙ্গালী চায়কি হতে
ভীন দেশীদের ঝি ?

দেশাল ধান নেইতো দেশে
চাষ হচ্ছে ব্রি,
বিয়ে করলে বউয়ের সাথে
শালী হলো ফ্রি।

আটার কেজি ত্রিশ টাকা
চাউল হলো সস্তা ,
স্বপ্নেও এখন যায়না দেখা
নাইদার শাইল গস্তা।

দেশী মাছের যায়না দেখা
ইলিশের কেজি হাজার,
হারিয়ে গেছে পাঁবদা পুঁটি
আরও শৈল গজার।

হারাতে- হারাতে সব হারালে
বাঙ্গালী কি খাস ?
তেলা পিয়া প্লোট্টি কই
আর আছে পাঙ্গাশ ।

বাংলা ছবি হারিয়ে গেছে
ষ্টার জলসার কাছে,
কাজ কর্ম ফেলে বউ
চ্যানেল নিয়েই আছে।

হারাতে- হারাতে সব হারালাম
কি থাকছে শেষে ?
এখন দেখি পল্লী বধ
ু চলে মেমের বেশে ।

হারাতে হারাতে সব হারালাম—২

হারাতে-হারাতে সব হারালাম
থাকবে কিআর শেষে ?
মাতৃ ভাষা বদল হয়ে
পশ্চিমাদের বেশে।

সব কিছুরিই হচ্ছে বদল
হচ্ছে সবই টেডি,
বাবা ডাকও পাল্টে দিয়ে
বলছে এখন ড্যাডি।

বিবিয়ানী চলছে দেশে
মিলছে তাহা পোশাকে,
একটি দিনেই বাঙ্গালী হই
সেটা পয়লা বৈশাখে।

স্যালোয়ার কামিজ সবই টাইট
পায়ে উচ্চ হিল,
হাাঁটা দেখলে হাসতে- হাসতে
লাগে পেটে খিল।

এই দেখুন না সবাই
আরেক কথা ধরি,
একটু আঘাত লাগলে গায়ে
অমনি বলে স্যরি!

হারাতে-হারাতে সব হারালে
থাকবে শেষে কি?
মাতৃ ভাষা হারিয়ে গেলে
বলবে সবাই ছিঃ !

হারাতে সব হারালাম--- ৩

হারাতে – হারাতে সব হারালাম
আর আছে কি বলো ?
দেশী ফলের যায়না দেখা
কলম করছে ফলো ।

পেয়ারা লিচু আমড়া কলা
পাচ্ছি সবই থাই,
আম জামতো আগেই গেছে
দেখি দেশাল নাই।

দেশাল গানের নেইতো খানা
ব্যান্ড সঙ্গীতের কাছে,
জারি সারি লালন গান
শুনলে লোকে হাসে।

হারাতে-হারাতে সব হারালাম
চাচ্ছে লোকে কি?
নৃত্য দেখে চক্ষু বোজে
ছিঃ বাঙ্গালী ছিঃ!

গাঙ্গ শালিক পান কৌড়ি
গেছে সবই চলে,
শ্যাওলা শালুক কুচুরি পানা
আছে নদীর জলে।

ত্যাগী নেতার নেইতো খানা
আমার সোনার দেশে,
হাই ব্রিডে ছেয়ে গেছে
থাকলো কি আর শেষে ?




(ডিসি/এস/অক্টোবর ১৯, ২০১৬)