বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় মুক্তিয়োদ্ধারা নিজের পরিচয় লুকিয়ে রাখতেন। লজ্জা ও ভয়ে নিজের পরিচয় জনসম্মুখে বলতে পারতেন না। সে সময় স্বাধীনতার স্বপক্ষের লোকেরা বেশি নির্যাতিত হয়েছেন।

বর্তমান আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ মুল্যায়ন করছে। বর্তমানে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেচে থাকবেন ততদিন মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষের কল্যান হবে।’
তিনি আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে ঐচ্ছিক তহবিলের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামলীলীগের সাধারন সম্পাদক ডা. প্রণয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
পরে হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাতে দুই লাখ টাকার ঐচ্ছিক তহবিলের চেক তুলে দেন।

(এলএস/এএস/জুন ১২, ২০১৪)