শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি :শ্রীপুরের বরমী এলাকার বানার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে সাত বালু শ্রমিকসহ একটি বালুবাহী কার্গো ডুবে গেছে। সাঁতরে পাঁচ শ্রমিক পাড়ে ওঠলেও সোহাগ (২৮) ও রুবেল (২৯) নামে দু’শ্রমিক  তলিয়ে যায়। গত সোমবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। তাঁদের আজ বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত এগারটার দিকে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস । এ ঘটনায় গতকাল বুধবার আবার উদ্ধার অভিযানে নামে ডুবরি দল । স্থানীয়রা গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুদফা চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি । পরে রাতে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যা- সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে নামে । তবে গতকাল রাত সাড়ে ৯ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ডুবুরিদলও কারো মরদেহ উদ্ধার করতে পারেনি।

স্থানীয় কামাল শেখ জানান, বরমী এলাকার বালু ব্যবসায়ি রফিক মুন্সি ও তার দল দীর্ঘদিন ধরে রাতে গোপনে বানার ( শীতলক্ষ্যা স্থানীয়দের কাছে পরিচত নদী) নদীতে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করত। গত সোমবার রাতে একইভাবে বালু উত্তোলনকালে সাত বালু শ্রমিকসহ আচমকা ড্রেজারটি ডুবে যায়। এতে পাঁচজন সাঁতরে পাড়ে ওঠলেও সোহাগ ও রুবেল নামে দু শ্রমিক নিখোঁজ থাকে ।

বালু শ্রমিকরা জানায়, দু শ্রমিক তলিয়ে যাওয়ার পর রাতেই তারা উদ্ধারের চেষ্টা চালায়। নদীর প্রায় এক কিলোমিটার জুড়ে উদ্ধার চেষ্টা চালালেও নিখোঁজ দু শ্রমিকের কোনো হদিস মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরিদলের প্রধান হাবিলদার মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার বিকালে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যা- সিভিল ডিফেন্সের ৩ সদস্যের একটি ডুবুরিদল ঘটনাস্থল গিয়ে উদ্ধার তৎপরতায় নামে। পরে রাত এগরটার দিকে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত রেখে আজ বুধবার আবার লাশ উদ্ধার অভিযান চলে। এখন ডুবন্ত ড্রেজার উদ্ধারের চেষ্টা চলছে । ভিতরে মরদেহ আছে কিনা ড্রেজার উদ্ধারের পরে নিশ্চত হতে পারব ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘ডুবুরিরা নদী থেকে দুই বালু শ্রমিকের মরদেহ উদ্ধারে দুই দফা চেষ্টা করেছে। গঁফরগাও এলাকা থেকে বালু ভর্তি একটি কার্গো জাহাজ সোমবার মধ্য রাতে বানার নদীতে ডুবে যায় । এখন ডুবন্ত কার্গো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ।



(আরএইচ/এএস/অক্টোবর ১৯, ২০১৬)