স্টাফ রিপোর্টার :ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা ৪ নং বিশেষ জজ আদালতে বিচারক আমিনুল ইসলাম মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং দুই আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন। মামলার সাক্ষীর জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

মির্জা আব্বাস ছাড়া অপর দুই আসামি হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার।

যাদের অব্যাহতি দেওয়া হলো- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।

১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদক।

২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মির্জা আব্বাস ছাড়া অপর আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।




(ওএস/এস/অক্টোবর ২০, ২০১৬)