বিনোদন ডেস্ক :বলিউড তারকা সালমান খানকে আবারও হয়তো কাঠগড়ায় উঠতে হতে পারে! কারণ চিঙ্কারা হরিণ শিকার মামলায় আবার ফেঁসে গেছেন এই তারকা। দুটি চিঙ্কারা হরিণ শিকারের মামলায় হাইকোর্টের রায়ের বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাজস্থান রাজ্য সরকার। ওই মামলায় হাইকোর্ট সালমানকে বেকসুর খালাসের রায় দিয়েছিল।
 

মঙ্গলবার অ্যাডভোকেট শিব মঙ্গল শর্মা ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস-কে এই তথ্য নিশ্চিত করেছেন। আপিল আরজিতে বলা হয়, সালমান খানকে দ্রুত গ্রেফতার করে জেলে প্রেরণ করা উচিত। সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর যোধপুর থেকে কিছুদূরে ভাওয়ার এলাকায় তিনি গুলি করে একটি চিঙ্কারা শিকার করেন। অপর চিঙ্কারাটি শিকার করা হয় দু-দিন পর ২৮ সেপ্টেম্বর ঘোড়া ফার্মসে। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় এই দুটি বিলুপ্তপ্রায় প্রাণি শিকার করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।




(ওএস/এস/অক্টোবর ২০, ২০১৬)