গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শির্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিন ব্যাপী সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ জন কৃষক, ২০জন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকতাসহ মোট ১৮০জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদারিপুর ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক ড. আবুল হোসেন। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিষেশজ্ঞ রমেশ চন্দ্র ব্রহ্ম, জেলা প্রশিক্ষন কর্মকর্তা আলিমুজ্জামান ময়মনসিংহের বিনা কেন্দ্রের আশিকুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকোশলী পরিতোষ কুমার কুন্ডু প্রমুখ।

(এমএইচএম/এএস/জুন ১২, ২০১৪)