কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলা রাজাবাড়ী কাচারি মাঠে গতকাল বুধবার রাতে শ্রী শ্রী  লক্ষ্মীর দশমী অনুষ্টিত হয়।  দশমী উপলক্ষে রাজাবাড়ীর কাচারি মাঠে বিরাট মেলায় বসে। মেলায় হরেক রকমের খেলনা সহ বিভিন্ন পসরা সাজিয়ে বসে ছিল বিক্রেতারা। দশমীতে বিভিন্ন এলাকা থেকে ১১টি প্রতিমার আগমন ঘটে।

দশমীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন। তিনি প্রতি প্রতিমাকে নগদ অর্থ অনুদান প্রদান করেন। এ সময় এলাকার ধর্মবর্ণ সকল শ্রেরীর লোকজন উপস্থিত ছিলেন। পুরুস্কার বিতরনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত সংগীত পরিবেশন করেন খ্যত নামা শিল্পী বৃন্দ।

(এসকেডি/এএস/অক্টোবর ২০, ২০১৬)